০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীর ঝুকিপূর্ন বেলী ব্রীজ দিয়ে শত শত যানবাহন চলাচল! ঘটতে পারে দূর্ঘটনা

নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীর উপর ঝুকিপূর্ন বেলী ব্রীজ দিয়ে প্রতি দিন ও রাতে শত শত যানবাহন  চলাচল করায় যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা বলে স্থানীয়দের ভাষ্যে জানা গেছে। ১৯৮৭ সালে ছোট যমুনা নদীর উপর বেলী ব্রিজটি নির্মিত হয়। বেলী ব্রীজের দক্ষিণে ছোট যমুনা নদীর উপর পাকা ব্রীজ ২০১৫ সালে নির্মিত হওয়ার পর বেলী ব্রীজটির দুধারে লোহার খুটি দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া  হয়। কিন্তু নদীর পূর্ব -উত্তরের অথ্যাৎ  লালুকাবাড়ী, কদমগাছী, কাদিমপুর, চকআলম, দাউদপুর, সেনপাড়া , সরদারপাড়া ,  জাবারীপুর, মথুরাপুর, তিরমহনী, গয়েশপুর, কালনাসহ বিভিন্ন গ্রামের জনগন সহ ভ্যান, সিএজি, অটো রিকসা, পিকআপ, সাইকেল, মটরসাইকেল সহ বিভিন্ন হালকা শত শত যানবাহন চলাচল করে।  ব্রীজটির পাটাতনের জয়েন্ট খুলে যাওয়া এবং নাট বোলট নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন যখন ব্রীজটির উপর দিয়ে চলাচল করে, তখন পাটাটনগুলো খটমট শব্দ করে ও পাটাতনগুলো লাফালাফি শুরু করে। এসময় যানবাহন এর নিয়ন্ত্রণ ধরে রাখাও কষ্ট সাধ্য হয়ে পড়ে। তুহিন নামী এক দোকানদারসহ অন্যান্যরা বলেন পাকা ব্রীজ দিয়ে নদী পার হতে ঘুরে যেযে সময় বেশী লাগায় উপরোল্লিখিত গ্রামগুলোতে যাতায়াতকারী যানবাহনগুলো বেলী ব্রীজ দিয়ে চলাচল করতে চালক ও যাত্রিরা সাচ্ছন্দ্য বোধ করে ব্রীজটি ঝুকিপূর্ন হলেও। এলাকাবাশীর মতামত হলো দূর্ঘটনা এড়াতে ব্রীজটির পাটাতনের জয়েন্ট মেরামত করা ও নাট বোল্ট নতুন লাগানো অথবা পাটাতন সহ ব্রীজটির সকল অবকাঠামো খুলে ফেলা। জন্যই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

বদলগাছীর ঝুকিপূর্ন বেলী ব্রীজ দিয়ে শত শত যানবাহন চলাচল! ঘটতে পারে দূর্ঘটনা

আপডেট সময় : ১২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীর উপর ঝুকিপূর্ন বেলী ব্রীজ দিয়ে প্রতি দিন ও রাতে শত শত যানবাহন  চলাচল করায় যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা বলে স্থানীয়দের ভাষ্যে জানা গেছে। ১৯৮৭ সালে ছোট যমুনা নদীর উপর বেলী ব্রিজটি নির্মিত হয়। বেলী ব্রীজের দক্ষিণে ছোট যমুনা নদীর উপর পাকা ব্রীজ ২০১৫ সালে নির্মিত হওয়ার পর বেলী ব্রীজটির দুধারে লোহার খুটি দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া  হয়। কিন্তু নদীর পূর্ব -উত্তরের অথ্যাৎ  লালুকাবাড়ী, কদমগাছী, কাদিমপুর, চকআলম, দাউদপুর, সেনপাড়া , সরদারপাড়া ,  জাবারীপুর, মথুরাপুর, তিরমহনী, গয়েশপুর, কালনাসহ বিভিন্ন গ্রামের জনগন সহ ভ্যান, সিএজি, অটো রিকসা, পিকআপ, সাইকেল, মটরসাইকেল সহ বিভিন্ন হালকা শত শত যানবাহন চলাচল করে।  ব্রীজটির পাটাতনের জয়েন্ট খুলে যাওয়া এবং নাট বোলট নষ্ট হয়ে যাওয়ায় যানবাহন যখন ব্রীজটির উপর দিয়ে চলাচল করে, তখন পাটাটনগুলো খটমট শব্দ করে ও পাটাতনগুলো লাফালাফি শুরু করে। এসময় যানবাহন এর নিয়ন্ত্রণ ধরে রাখাও কষ্ট সাধ্য হয়ে পড়ে। তুহিন নামী এক দোকানদারসহ অন্যান্যরা বলেন পাকা ব্রীজ দিয়ে নদী পার হতে ঘুরে যেযে সময় বেশী লাগায় উপরোল্লিখিত গ্রামগুলোতে যাতায়াতকারী যানবাহনগুলো বেলী ব্রীজ দিয়ে চলাচল করতে চালক ও যাত্রিরা সাচ্ছন্দ্য বোধ করে ব্রীজটি ঝুকিপূর্ন হলেও। এলাকাবাশীর মতামত হলো দূর্ঘটনা এড়াতে ব্রীজটির পাটাতনের জয়েন্ট মেরামত করা ও নাট বোল্ট নতুন লাগানো অথবা পাটাতন সহ ব্রীজটির সকল অবকাঠামো খুলে ফেলা। জন্যই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।