লালমনিরহাটের কুলাঘাট চেকপোস্টে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেলের বিভিন্ন অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৩৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে বিজিবি সদস্যরা। অভিযানের সময় মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজে ছিলেন) পালিয়ে যান।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৫৪,৮০০ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য আনুমানিক ১,৮০,০০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম পিএসসি বলেন,দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে।”
বিজিবির এ অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে প্রশংসা করা হচ্ছে।




















