বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ সেলিম গণি চৌধুরীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মাইজভান্ডার শাহী ময়দানে নামাজে জানাজায় অংশ নেন, উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অব. আজিম উল্লাহ বাহার, সহকারি কমিশনার ভূমি নজরুল ইসলাম, আওলাদে রাসূল (সাঃ) ও গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ আহমদ হোসাইন ইরফানুল হক চৌধুরী, সৈয়দ আহমদ হোসাইন সাজ্জাদ সোহেল মাইজভান্ডারী, ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, বিএনপি নেতা শাহজাদা সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারী, সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইয়াকুব শহীদ, সরওয়ার হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ফটিকছড়ি প্রেসক্লাব, জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ।
খলিফায়ে গাউসুল আজম হজরত শাহসূফী সৈয়দ আব্দুল গণি চৌধুরী মাইজভাণ্ডারীর দৌহিত্র মরহুম মোহাম্মদ গণি চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।




















