ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য নুর আলম হৃদয় (২৮), রিয়াদ হাসান মাসুদ (২৪) ও সজীব হোসেন সাজ্জাদ (২২) নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ারে আলম খান। গ্রেফতার করা চোর চক্রের সদস্যরা হলেন ঠাকুরগাঁওয়ের শাহপাড়া এলাকার নুর আলম হৃদয়, মুন্সিপাড়া এলাকার রিয়াদ হাসান মাসুদ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার সজীব হোসেন সাজ্জাদ। পুলিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 63
জনপ্রিয় সংবাদ




















