লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে ও দিনে সীমান্তে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে ১ জন আসামী আটক হয়েছেন।
বিশেষ টহলদলের খবর অনুযায়ী, রামখানা বিওপি’র মাঠ পাড়া এলাকা থেকে ৩৫০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ১টি বাইসাইকেল, পূর্ব রামখানায় ১৫ বোতল ফেন্সিডিলসহ ১ আসামী এবং গংগারহাট বিওপির মধ্য বিদ্যাবাগিস এলাকা থেকে ৪৩ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাজা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক আসামীর নাম মোঃ নুরুল ইসলাম (৩২)। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সম্পদের মোট বাজার মূল্য ৩,৮৬,২০০ টাকা।
আসামীকে নাগেশ্বরী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদক বিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
এই অভিযান বিজিবি’র সাহসিকতা ও কৌশলগত দক্ষতার পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে, যা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এমআর/সবা




















