কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে নব্য মাদক ব্যবসায়ী আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বে মাদক মামলার আসামি থাকা সত্ত্বেও তিনি পুনরায় এ কাজে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার একটি চৌকস টিম নাজিমখান ইউনিয়নের মল্লিক বেগ গ্রামে অভিযান পরিচালনা করে আক্কাছ আলীকে আটক করে। গ্রেপ্তারকৃত আক্কাছ আলী ওই গ্রামের মোঃ আফতার আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, আক্কাছ আলী দীর্ঘদিন ধরেই এলাকায় গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি তিনি আবারও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলে পুলিশের নজরে আসে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং সফলভাবে তাকে আটক করতে সক্ষম হই। আটককৃত আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।”
মাদকবিরোধী এ অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ যেন এ ধরনের অভিযান অব্যাহত রাখে।
এমআর/সবা




















