নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসা থেকে সজিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সজিব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
সূত্রে জানা গেছে, প্রেমিকার নাম বিথী (ডিভোর্সি), সে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকায় মরহুম হারুন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো এবং স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করছিলো সে। তার একটি কন্যা সন্তানও রয়েছে।
নিহতের মা রাশিদা বেগম জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাবিবুরপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে সজিবের রহস্যজনক লাশ উদ্ধার করা হয়। পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) ময়না তদন্ত শেষে বিকাল ৬টায় গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সূত্রে আরও জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে বিথীর সঙ্গে সজিবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। এরপর থেকেই সজিব নিয়মিত প্রেমিকা বিথীর ভাড়া বাসায় যাতায়াত করতো। কিন্তু তাদের চলাফেরা ছিল অন্য রকম। দু’জনেই ছিলো উগ্র মেজাজী স্বভাবের। স্থানীয়দের সাথে তারা উগ্র মেজাজও দেখাতো। তবে সজিব কি কারণে ও কিভাবে মারা গেছে তা প্রেমিকা বিথীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য উন্মোচন হবে।
এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, প্রেমিকা বিথী পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করেছে।
সোনারগাঁ থানাসূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




















