রোটারি ক্লাব অব ফেনী অপরুপার অর্থায়ন, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর তত্বাবধান ও সহায়তায় নতুন ঘর পেলেন ফুল গাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কালিকাপুর কামাল্লা এলাকার পারভীন আক্তার।
শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে তার হাতে ঘর বুঝিয়ে দেয়া হয়। এসময় ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বক্তব্য রাখেন সঙগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব ফেনী অপরুপার সাবেক প্রেসিডেন্ট চঞ্চল দে সরকার, সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সোহেল, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। মোনাজাত পরিচালনা করেন কামাল্লা দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আকবর হোসেন। এসময় আলোকিত ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ও পরিবর্তন – সমাজের কল্যাণে সঙগঠনের সদস্যরা সহায়তা করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে পারভীন বলেন, চব্বিশ এর বন্যায় মাটির ঘরটি পুরো ভেসে গেছে। গত একবছর সন্তান দের নিয়ে অতি কষ্টে একটি ঝুপড়িতে বসবাস করেছি। এখন মাথা গোঁজার ঠাঁই হল। তিনি ঘর পেয়ে রোটারি ক্লাব অব ফেনী অপরুপা ও ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















