বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নে প্রবারণা উৎসব উপলক্ষে দ্বিতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাছালং হেডম্যান পাড়া সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের সূচনা হয়। এবারের প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় হেডম্যান পাড়া একাদশ ৫-১ গোলে বেতছরা বাজার একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা। তিনি বলেন, “তারুণ্যের বিকাশে খেলাধুলা অপরিহার্য। আমাদের ইউনিয়নে একটি স্থায়ী ফুটবল মাঠ অত্যন্ত জরুরি, যাতে তরুণরা নিয়মিতভাবে খেলাধুলার সুযোগ পায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও কারবারি আঞোমং মারমা। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, উপজেলা জাসাস সভাপতি চিংনুমং মারমা, ইউপি সদস্যা মাশৈনু মারমা, ইউপি সদস্য মংহ্লাগ্য মারমা প্রমুখ।
সভাপতির বক্তব্যে আঞোমং মারমা বলেন, “বর্তমানে গ্রামীণ জনপ্রিয় ফুটবল খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইল ফোনে ব্যস্ত সময় পার করছে। তাই তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে আমরা প্রবারণা উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করেছি।”
উদ্বোধনী দিনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এমআর/সবা


























