০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকছড়ি স্মৃতিধামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উৎসবের সমাপ্তি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনতহরীতে স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পাঁচদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি ঘটে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। শেষ দিনে অনুষ্ঠিত হয় ছোয়াই দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও সমবেত প্রার্থনা। সকাল থেকেই পূণ্যার্থীরা বিহারে উপস্থিত হয়ে ভিক্ষু সংঘকে মধুসহ ফলমূল ও পানীয় দান করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে ধর্মদেশনা দেন স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের বিহাধ্যক্ষ ভিক্ষু স্মৃতিমিত্র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার নুচপ্রু মারমা, চট্টগ্রাম এনবিআর পরিদর্শক মংমেরী মারমাসহ দায়ক-দায়িকারা।

বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, এক পূর্ণিমা তিথিতে এক বুনো হাতি বন থেকে ফলমূল ও এক বানর মৌচাকের মধু সংগ্রহ করে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। সেই কাহিনির স্মৃতিতে প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে মধু পূর্ণিমা পালন করে থাকেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

মানিকছড়ি স্মৃতিধামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উৎসবের সমাপ্তি

আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি জেলার মানিকছড়ির তিনতহরীতে স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পাঁচদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি ঘটে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। শেষ দিনে অনুষ্ঠিত হয় ছোয়াই দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল ও সমবেত প্রার্থনা। সকাল থেকেই পূণ্যার্থীরা বিহারে উপস্থিত হয়ে ভিক্ষু সংঘকে মধুসহ ফলমূল ও পানীয় দান করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে ধর্মদেশনা দেন স্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের বিহাধ্যক্ষ ভিক্ষু স্মৃতিমিত্র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, অবসরপ্রাপ্ত কাস্টমস অফিসার নুচপ্রু মারমা, চট্টগ্রাম এনবিআর পরিদর্শক মংমেরী মারমাসহ দায়ক-দায়িকারা।

বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী, এক পূর্ণিমা তিথিতে এক বুনো হাতি বন থেকে ফলমূল ও এক বানর মৌচাকের মধু সংগ্রহ করে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। সেই কাহিনির স্মৃতিতে প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে মধু পূর্ণিমা পালন করে থাকেন।

এমআর/সবা