জামালপুরের সরিষাবাড়ীতে ‘এসো নবীন দলে দলে, যুব ইউনিয়নের পতাকা তলে’ এই শ্লোগানকে ধারন করে বাংলাদেশ যুব ইউনিয়নের উপজেলা নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মেরিন ইঞ্জিনিয়ার কমরেড মাহবুব জামান জুয়েলকে জামালপুর-৩ আসনে (সরিসাবাড়ী) কমিউনিস্ট পার্টির প্রার্থী ঘোষণা করা হয়।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাকান্দিতে সরবান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়ন উপজেলা শাখার সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোয়াইব সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক মাফিজুর ইসলাম, সাংবাদিক সুমন আদিত্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করে বলেন, আমরা এবং সারা দেশের মানুষ এখনো সন্দেহ করছে আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। যদি নির্বাচন হয় তাহলে সরিষাবাড়ী আসনে যুব ইউনিয়নের একজন প্রার্থী আছে। সরিষাবাড়ীতে প্রখ্যাত কমিউনিস্ট নেতা দৌলতুজ্জামানের সুযোগ্য পুত্র মেরিন ইঞ্জিনিয়ার কমরেড মাহবুব জামান জুয়েল এই আসনে কাস্তে মার্কা নিয়ে নির্বাচন করবেন। এখন থেকেই কমরেড জুয়েলের জন্য আপনারা সবাই কাস্তে মার্কায় ভোট চাইতে শুরু করবেন। যুব ইউনিয়নের উপজেলা কমিটি অত্যান্ত দক্ষ কমিটি হয়েছে।
অনুষ্ঠান শেষে মজনু মিয়াকে আহ্বায়ক ও আল-আমিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের যুব ইউনিয়ন পোগলদিঘা ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া সংগঠনের রশিদে চাঁদা উত্তোলন উদ্বোধন করেন সরিষাবাড়ীর বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড আলতাফ হোসেন মাস্টার।






















