খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে “টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।
সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি বেলা রাণী দাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির ঢাকা অফিসের কো-অর্ডিনেটর মো. শফিকুর রহমান।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গঠনে সুশাসন প্রতিষ্ঠায় সকলের ঐকমত্য প্রয়োজন।
কর্মশালায় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সিভিল সার্জন ডা. মো. ছাবের আহমদ, সরকারি কলেজ ও মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ, বিভাগীয় বন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ উপ-পরিচালকসহ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও গণমাধ্যম খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন।
এমআর/সবা
























