০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ মিমাংসার কথা বলায় সরোয়ার ওসমান (৪৮) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করেছে কতিপয় ব্যক্তি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।আহত সরোয়ার ওসমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি।আহত সরোয়ার ওসমান বলেন, কয়েকদিন আগে আমার মামাতো ভাই জামসেদ হোসেনের সাথে কাহারিয়াঘোনা এলাকার মো. ইছমাইলের সাথে জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। জামসেদ হোসেনের পক্ষ হয়ে উভয়পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন সরোয়ার ওসমান। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ইসমাইল, তার দুই ছেলে অর্ণব, অনিক ও জয়নাল আবেদীনসহ ৬ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোর্ট সেন্টার এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করতে গেলে হাতে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন সরোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বিষয়টি কেউ জানায়নি। এজাহার দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৭:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ মিমাংসার কথা বলায় সরোয়ার ওসমান (৪৮) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করেছে কতিপয় ব্যক্তি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।আহত সরোয়ার ওসমান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি।আহত সরোয়ার ওসমান বলেন, কয়েকদিন আগে আমার মামাতো ভাই জামসেদ হোসেনের সাথে কাহারিয়াঘোনা এলাকার মো. ইছমাইলের সাথে জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। জামসেদ হোসেনের পক্ষ হয়ে উভয়পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন সরোয়ার ওসমান। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ইসমাইল, তার দুই ছেলে অর্ণব, অনিক ও জয়নাল আবেদীনসহ ৬ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোর্ট সেন্টার এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করতে গেলে হাতে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন সরোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, বিষয়টি কেউ জানায়নি। এজাহার দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআর/সবা