চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তীব্র লোডশেডিংয়ের কারণে গ্রাহকরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
উপজেলায় বিদ্যুতের চাহিদা ২৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৮ মেগাওয়াট। ফলে ১০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে রেশনিং করে লোডশেডিং চালাতে হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল হোসেন।
তিনি জানান, বিদ্যুতের ঘাটতির পাশাপাশি জনবল সংকটও সমস্যাকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে সমিতির ৭৩ জন স্টাফ গণছুটিতে থাকায় বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে রানীরহাট বাজারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে বিদ্যুতের দাবিতে স্লোগান দেন।
ভুক্তভোগীরা জানান, নিয়মিত লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, গৃহস্থালি কাজ এবং চিকিৎসা সেবায় মারাত্মক প্রভাব পড়ছে। বিশেষ করে পরীক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমআর/সবা
























