দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর অবশেষে আবার পুরোদমে চালু হয়েছে ফটিকছড়ির ধুরুংকুল রহমানিয়া বাজার। উপজেলার রোসাংগিরী ইউনিয়নের নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের ধুরুংকুল রহমানিয়া বাজারটি বিগত ১৭ বছর ধরে প্রাণহীন ছিল। এখানে বসত না সাপ্তাহিক হাট। অথচ এক সময় এ বাজারে গরু জবাই করে বিক্রি করা হত। তবে, স্থানীয়দের উদ্যোগে ফের চালু করা হয়েছে বাজারটি। প্রতি শুক্র ও সোমবার ভোরবেলা থেকে এখন নিয়মিত বসছে বাজার। এখানে মাছ, মাংস, শাক-সবজী, শুটকি, ফলমূল সহ নিত্যপ্রয়োজনীয় সব বাজার পাওয়া যাচ্ছে।
বাজারটি পুনরায় চালু হওয়ায় আজিমনগর, দক্ষিণ দৌলতপুর, উত্তর রোসাংগিরী, সোবাহান মোল্লার বাড়ী, মনুর বাড়ী, উত্তর নিশ্চিন্তাপুর, মাইজভান্ডার সহ আশপাশ এলাকার কৃষক, বেপারিরা দারুণ খুশি। পাশাপাশি দোরগোড়ায় বাজার পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা৷
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারী বলেন, রোসাংগিরী ইউনিয়নের বড় বাজার ছিল ধুরুংকুল রহমানিয়া বাজার। অথচ, কালের আবর্তে বাজার হারিয়ে গেলেও আবার চালু হওয়ায় সবার মত আমিও খুশি।
রোসাংগিরী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল শুক্কুর বলেন, এ বাজারটি বন্ধ থাকায় এত বছর গাড়ী ভাড়া দিয়ে ৩ কিলোমিটার পশ্চিমে নাজিরহাট ও ৫ কিলোমিটার পূর্বে নানুপুর যেতে হত, যা এখন ভোগান্তি কমাবে।
বাজারকে পুনরায় চালু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন বলেন, ধুরুং খালের উভয় পাড়ে কৃষিনির্ভর জনগোষ্ঠী। কৃষকরা দূর-দূরান্তে গিয়ে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করত হত। এখন অন্তত সেই ভোগান্তি কমবে।
এমআর/সবা
সতের বছর পর পুনরায় চালু হওয়া ধুরুংকুল রহমানিয়া বাজার
























