রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ও অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দাওয়াহ সোসাইটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় ১২০০ নবীনকে কুরআন, ডায়েরি ও নিত্যপ্রয়োজনীয় উপহার দিয়ে বরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এ নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে নবীনদের হাতে কুরআন, ফুল, ডায়েরি, চাবির রিং, টি-শার্ট ও কলম তুলে দেওয়া হয়। বিশেষভাবে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ডায়েরি উপহার দেওয়ার উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াহ সোসাইটির সভাপতি মোশারফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ জামাল উদ্দিন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া প্রকৃত জীবন গঠন সম্ভব নয়। দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য সঠিক দিকনির্দেশনা মেনে চলা জরুরি।”
নবীন শিক্ষার্থীরা জানান, এ আয়োজনে তারা পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনের জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছেন। একজন নবীন বলেন, “শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা ছাড়া সফলতা সম্ভব নয়। এ অনুষ্ঠান আমাদের ভবিষ্যতের সঠিক পথ বেছে নিতে অনুপ্রাণিত করেছে।”
সাধারণ সম্পাদক বাইজিদ শিকদার বলেন, “গত বছরের মতো এবারও আমরা নবীনবরণ করেছি। আমাদের লক্ষ্য দুনিয়া ও আখেরাত উভয় দিকের কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়া।”
সভাপতি মোশারফ হোসেন অভিভূত কণ্ঠে বলেন, “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আলোচকদের নির্দেশনা শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতের সাফল্যের পথে সহায়ক হবে ইনশাআল্লাহ।”























