ফেনীর পথিকৃৎ সাংবাদিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক মরহুম মাহবুবুল হক পেয়ারার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম এবং সঞ্চালনা করেন প্রথম আলো ফেনীর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম। এতে বক্তব্য রাখেন সাপ্তাহিক ফেনী সংবাদের প্রকাশক ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মীরু, প্রবীণ সাংবাদিক আবু তাহের, মরহুমের ছোট ছেলে ইমন উল হকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া (ডিবিসি নিউজ), রবিউল হক রবি (চ্যানেল আই), আর এম আরিফুর রহমান (যমুনা টিভি) প্রমুখ।
বক্তারা বলেন, মাহবুবুল হক পেয়ারা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন নিবেদিত প্রাণ মানুষ। তিনি শুধু সাংবাদিকই ছিলেন না, ছিলেন ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাঁর কর্ম ও আদর্শ থেকে বর্তমান প্রজন্মের সাংবাদিকরা শিক্ষা নিতে পারবেন।
এমআর/সবা



















