০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার

“প্রযুক্তি যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এডুকেশনাল রিসার্চ নেটওয়ার্ক এর আয়োজনে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ। বিশেষ আলোচক ছিলেন নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি. এম. রাকিবুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের প্রভাষক শাহরিয়ার শফিক ও মোকাররম হোসেন এবং শিক্ষা প্রশাসন বিভাগের প্রভাষক মেহেদী হাসান জয়।

অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, “সাক্ষরতা বলতে কেবল পড়া-লেখা বা গণনা নয়, বরং জীবনব্যাপী শিক্ষা। বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোও সাক্ষরতার অংশ। অনলাইনে অপমানজনক মন্তব্য করা বা কষ্ট দেওয়া কোনো সাক্ষরতা নয়। প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই সেটিই প্রকৃত সাক্ষরতা।”

তিনি আরও বলেন, “সময় ব্যবস্থাপনা, শিক্ষা ও দক্ষতার ইতিবাচক প্রয়োগের মাধ্যমেই দেশ, জাতি ও বিশ্ব পরিবর্তিত হতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা মত দেন, আধুনিক যুগে সাক্ষরতার ধারণা শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সমৃদ্ধ সমাজ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পথে পথে মানুষের ঢল, লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

নোবিপ্রবিতে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার

আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

“প্রযুক্তি যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এডুকেশনাল রিসার্চ নেটওয়ার্ক এর আয়োজনে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ। বিশেষ আলোচক ছিলেন নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি. এম. রাকিবুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের প্রভাষক শাহরিয়ার শফিক ও মোকাররম হোসেন এবং শিক্ষা প্রশাসন বিভাগের প্রভাষক মেহেদী হাসান জয়।

অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, “সাক্ষরতা বলতে কেবল পড়া-লেখা বা গণনা নয়, বরং জীবনব্যাপী শিক্ষা। বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোও সাক্ষরতার অংশ। অনলাইনে অপমানজনক মন্তব্য করা বা কষ্ট দেওয়া কোনো সাক্ষরতা নয়। প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই সেটিই প্রকৃত সাক্ষরতা।”

তিনি আরও বলেন, “সময় ব্যবস্থাপনা, শিক্ষা ও দক্ষতার ইতিবাচক প্রয়োগের মাধ্যমেই দেশ, জাতি ও বিশ্ব পরিবর্তিত হতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা মত দেন, আধুনিক যুগে সাক্ষরতার ধারণা শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর মধ্য দিয়েই গড়ে উঠতে পারে সমৃদ্ধ সমাজ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমআর/সবা