গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানসহ ভাঙন কবলিত মানুষের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, সামিউল ইসলাম, মোহাম্মদ আলী, এমএ রিপন রবি, জুয়েল রানা, আব্দুল করিম, দুলাল মিয়া, আব্দুল খালেক প্রমূখ। বক্তারা অবিলম্বে নদী ভাঙন রোধ করে জনসাধারণের ভোগান্তি দূর করার জোর দাবি জানান। মানববন্ধন শেষে ভাঙন রোধে দাবি সম্বলিত একটি স্মারক্ষলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
এমআর/সবা
























