আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনটি মন্দির সংস্কারের জন্য টিন উপহার দিয়েছেন উলিপুরের জনমানুষের নেতা আব্দুস সোবহান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর বাজারের বাণী ট্রেডার্স থেকে তার পক্ষে সাইদুল ইসলাম ও নয়ন মিয়া এ টিন বিতরণ করেন।
এর মধ্যে—গুনাইগাছ ইউনিয়নের দাসপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরে নতুন চালা নির্মাণের জন্য দেড় বান্ডিল, তবকপুর ইউনিয়নের কালিরপাট সর্বজনীন দুর্গা মন্দিরে দুই বান্ডিল, এবং বুড়া-বুড়ি মন্ডলের হাট সর্বজনীন দুর্গা মন্দিরে দুই বান্ডিল টিন বিতরণ করা হয়।
টিনগুলো স্ব স্ব মন্দির কমিটির সদস্যরা গ্রহণ করেন।
এক বার্তায় আব্দুস সোবহান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরগুলোর সংস্কারে আমি ছোট্ট একটি সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও উলিপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করে যেতে চাই।”
মন্দির কমিটির পক্ষ থেকে আব্দুস সোবহানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনুপ্রেরণার। এর ফলে পূজার আগে সংস্কারের কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হবে।
এমআর/সবা




















