০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যান্ডশেক ইস্যুতে ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল উত্তেজনায় ঠাঁসা। তবে মাঠের লড়াইয়ে ছিল না সেই উত্তেজনা। একপেশে ম্যাচ হেসেখেলেই জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাসহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। ৭ উইকেটে জয়ের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

ভারত যা করেছে তা ক্রিকেটীয় চেতনার সঙ্গে বেমানান বলেও উল্লেখ করেছে পিসিবি। একই সঙ্গে ভারতের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে তারা। সেই ম্যাচের রেফারির দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক না করায় আঙ্গুল উঠছে রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। গুঞ্জন রয়েছে, দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে তিনিই নিষেধ করেছেন।

এক্সে এক পোস্টে পিসিবি চেয়ারম্যান লিখেছেন, ‘পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।’

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

হ্যান্ডশেক ইস্যুতে ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

আপডেট সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল উত্তেজনায় ঠাঁসা। তবে মাঠের লড়াইয়ে ছিল না সেই উত্তেজনা। একপেশে ম্যাচ হেসেখেলেই জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে আলোচনার জন্ম দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাসহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। ৭ উইকেটে জয়ের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

ভারত যা করেছে তা ক্রিকেটীয় চেতনার সঙ্গে বেমানান বলেও উল্লেখ করেছে পিসিবি। একই সঙ্গে ভারতের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে তারা। সেই ম্যাচের রেফারির দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক না করায় আঙ্গুল উঠছে রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। গুঞ্জন রয়েছে, দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে তিনিই নিষেধ করেছেন।

এক্সে এক পোস্টে পিসিবি চেয়ারম্যান লিখেছেন, ‘পিসিবি আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি ও এমসিসির আইন লঙ্ঘন করেছেন। ম্যাচ রেফারির কর্মকাণ্ড ক্রিকেটের চেতনার বিরুদ্ধে গেছে। আমরা এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছি।’

এমআর/সবা