১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-মা’র মৃত্যুর পর বড় মেয়ে মুন্নিও চলে গেল না ফেরার দেশে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে বাবা-মায়ের পর মেয়ে মুন্নিরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুন্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।

আগুনে দগ্ধ ১৪ বছর বয়সী মুন্নি আক্তার চিকিৎসাধীন ছিল। গত সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নির শরীরের ২৮ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী ও পরদিন ৮ সেপ্টেম্বর তা স্ত্রী বাচা চৌধুরী মারা যান। এবার মারা গেছে বড় মেয়ে মুন্নি। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

বাবা-মা’র মৃত্যুর পর বড় মেয়ে মুন্নিও চলে গেল না ফেরার দেশে

আপডেট সময় : ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে বাবা-মায়ের পর মেয়ে মুন্নিরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মুন্নির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।

আগুনে দগ্ধ ১৪ বছর বয়সী মুন্নি আক্তার চিকিৎসাধীন ছিল। গত সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নির শরীরের ২৮ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভোরে সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়। পরবর্তীতে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর মানব চৌধুরী ও পরদিন ৮ সেপ্টেম্বর তা স্ত্রী বাচা চৌধুরী মারা যান। এবার মারা গেছে বড় মেয়ে মুন্নি। বর্তমানে মুন্নির দুই বোন তিন্নি ও মৌরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

এমআর/সবা