০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে অবৈধ জাল জব্দ: জলাশয় সুরক্ষায় অভিযান

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মৌজার চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ২০টি রিং জাল ও একাধিক কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, স্থানীয় পুলিশ সদস্যরা এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। অভিযানে জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাগণ ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের জলাশয়গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা সচেতন থাকুন, প্রশাসনকে সহায়তা করুন।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। এ সময় সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন নীতিমালা জানিয়ে দেওয়াসহ অবৈধভাবে মাছ ধরলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দেবেন

রাজারহাটে অবৈধ জাল জব্দ: জলাশয় সুরক্ষায় অভিযান

আপডেট সময় : ১২:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মৌজার চাকিরপাশা বিলে মৎস্য সংরক্ষণ আইন কার্যকর করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ২০টি রিং জাল ও একাধিক কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, স্থানীয় পুলিশ সদস্যরা এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। অভিযানে জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকার হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাগণ ।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “আমাদের জলাশয়গুলোকে রক্ষা করতে এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। আপনারা সচেতন থাকুন, প্রশাসনকে সহায়তা করুন।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। এ সময় সাধারণ জনগণকে সচেতন করতে বিভিন্ন নীতিমালা জানিয়ে দেওয়াসহ অবৈধভাবে মাছ ধরলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়।

এমআর/সবা