অস্ত্রোপচারের পরও গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের মাথা থেকে গুলি বের করা সম্ভব হয়নি। ঝুঁকি থাকায় আপাতত গুলি অপসারণের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর শিশুটির অস্ত্রোপচার করা হয়। তবে মাথার ভেতরে থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। বর্তমানে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ থেকে গুলিবিদ্ধ অবস্থায় হুজাইফা আফনানকে চমেক হাসপাতালে আনা হয়। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী হোয়াইক্যং তছছোব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে হুজাইফা আহত হয়।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, শনিবার রাতে সীমান্তের ওপারে দীর্ঘ সময় গোলাগুলি চলছিল। রোববার সকালে হুজাইফা বাইরে খেলতে গেলে একটি গুলি তার মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় লাগে।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শু/সবা






















