চলতি জানুয়ারি মাসে জামালপুর জেলার কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকির ইউরিয়া সার কৃষকের হাতে পৌঁছানোর আগেই কালোবাজারে বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে।
রাষ্ট্রায়ত্ত যমুনা সার কারখানা থেকে বিসিআইসি কর্তৃক অনুমোদিত ডিলারদের নামে বরাদ্দ পাওয়া অন্তত ২৪ মেট্রিক টন ইউরিয়া সার উত্তোলনের পর সরাসরি চড়াদামে কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডিলার, কমিশন এজেন্ট ও পেশাদার কালোবাজারিদের একটি সংঘবদ্ধ চক্রের যোগসাজশের প্রমাণ মিলেছে।
অনুসন্ধানে জানা যায়, চলতি জানুয়ারি মাসে জামালপুর জেলার জন্য বরাদ্দকৃত সারের অংশ হিসেবে বিসিআইসি অনুমোদিত মেসার্স মানিকুল ইসলাম (ইসলামপুর) ও মেসার্স আনোয়ার হোসেন (জামালপুর সদর) এই দুই ডিলারের নামে মোট ২৪ মেট্রিক টন ইউরিয়া যমুনা সার কারখানা থেকে উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, এর বাইরে অজ্ঞাত পরিচয়ের আরও একজন ডিলারের নামে বরাদ্দকৃত অতিরিক্ত ১২ মেট্রিক টন সার একই কৌশলে কালোবাজারে চলে গেছে।
সূত্র জানায়, মেসার্স মানিকুল ইসলাম (ইসলামপুর) তাঁর বরাদ্দকৃত ১২ মেট্রিক টন সার যমুনা সার কারখানা থেকে ৪৫৫৩ নম্বর ট্রাকে উত্তোলন করেন। পরে ওই সার ফারুক মণ্ডল নামের এক কমিশন এজেন্টের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলার চর আদ্রা এলাকায় সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কালোবাজারে বিক্রি করা হয়।
অন্যদিকে, মেসার্স আনোয়ার হোসেন (জামালপুর সদর) তাঁর বরাদ্দকৃত ১২ মেট্রিক টন সার যমুনা সার কারখানা থেকে ৩৩১১ নম্বর ট্রাকে উত্তোলন করে এক কালোবাজারির মাধ্যমে সরিষাবাড়ীর রোহা আদ্রা এলাকায় বিক্রি করেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র ডিলার বরাদ্দের সার সরাসরি কৃষকের কাছে সরবরাহ না করে মধ্যস্বত্বভোগী ও কমিশন এজেন্টদের মাধ্যমে কালোবাজারে বিক্রি করে আসছে। এতে একদিকে কৃষক ন্যায্য মূল্যে সার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি ভর্তুকির সার হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র।
এবিষয় জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক মুঠোফোনে জানান, সারের চালান কপি এবং ক্রয় রশিদ আমি এখনও পাইনি। আগামীকাল ডিলার আমাকে চালান এবং রশিদ দিবে তারপর আমি গুডাউনে গিয়ে দেখবো সার আছে কিনা। আর সার আসতে একটু সময় তো লাগবেই। যদি সার না পাওয়া যায় তখন আমরা ব্যবস্থা নিব।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ওই দুই ডিলারের নামে চলতি মাসের বরাদ্দকৃত ১২ মে.টন করে সার তাদের আবেদন প্রাপ্তি ও টাকা জমাদান সাপেক্ষে সংশ্লিষ্ট ট্রাকে করে ২৪ মেট্রিক টন সার ডিলারদের বন্টন করা হয়েছে। কতৃপক্ষ আরো জানায়, কারখানার বাহিরে ডিলার সার কি করলো সেটা দেখার কাজ আমাদের না।
শু/সবা























