০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন থেকে ছিটকে গেলেন জামায়াত প্রার্থী ফজলুল হক

দ্বৈত নাগরিকত্বের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক।
সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফজলুল হকের আপিল শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়। এ বিষয়ে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চেয়ে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্বের কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি বলেন, ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এই হলফনামার সঙ্গে কোনো সমর্থনকারী নথি প্রদান করা হয়নি।
মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। শনিবার থেকে শুরু হওয়া শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন থেকে ছিটকে গেলেন জামায়াত প্রার্থী ফজলুল হক

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

দ্বৈত নাগরিকত্বের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক।
সোমবার (১২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফজলুল হকের আপিল শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়। এ বিষয়ে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চেয়ে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্বের কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তিনি বলেন, ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এই হলফনামার সঙ্গে কোনো সমর্থনকারী নথি প্রদান করা হয়নি।
মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচনী কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। শনিবার থেকে শুরু হওয়া শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শু/সবা