জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফরহাদ আহমেদ ইউএনও’র পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ভুয়া ফেসবুক আইডিগুলোতে ইউএনও’র ছবি ব্যবহার করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, বিষয়টি তার নজরে আসায় আইনি পদক্ষেপ হিসেবে থানায় জিডি করা হয়েছে। তিনি বলেন, এসব ফেইক আইডি থেকে মিথ্যা প্রচার চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে অপপ্রচার, জালিয়াতি ও গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
এমআর/সবা




















