চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন নূর এ তথ্য নিশ্চিত করেন।
প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনীত হয়েছেন আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আমিনুল ইসলাম রাকিব।
এবারের চাকসু নির্বাচনে মোট ২৬টি পদের বিপরীতে সবগুলো পদেই প্রার্থী দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
এমআর/সবা


























