১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবির উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশন

পরিকল্পনা কমিশনের সদস্যরা ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন)” প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন।

পরিদর্শনে ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম ও প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রউফ, যারা বিশ্ববিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ছাত্র ও ছাত্রী হল, অডিটোরিয়াম, আবহাওয়া স্টেশনসহ বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতি দেখেন।

পরিদর্শনের সময় তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। পরিকল্পনা কমিশনের সদস্যরা সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি দেখে খুশি হয়েছেন, যা আমাদের জন্য বড় প্রেরণা।”

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাসহ প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক সুবিধা নিশ্চিত করবে এবং পবিপ্রবিকে দেশের শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও সমৃদ্ধ করবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

৩ উইকেট নিয়ে রিশাদের ঝলক, জয় পেল হোবার্ট

পবিপ্রবির উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশন

আপডেট সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পরিকল্পনা কমিশনের সদস্যরা ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) “অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) (১ম সংশোধন)” প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন।

পরিদর্শনে ছিলেন পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম ও প্রধান (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রউফ, যারা বিশ্ববিদ্যালয়ের ৬ তলা একাডেমিক ভবন, ১০ তলা ছাত্র ও ছাত্রী হল, অডিটোরিয়াম, আবহাওয়া স্টেশনসহ বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতি দেখেন।

পরিদর্শনের সময় তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই প্রকল্পের মাধ্যমে পবিপ্রবি আধুনিক ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শিক্ষার্থীদের জন্য উন্নত একাডেমিক ও আবাসিক পরিবেশ নিশ্চিত করা আমাদের লক্ষ্য। পরিকল্পনা কমিশনের সদস্যরা সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি দেখে খুশি হয়েছেন, যা আমাদের জন্য বড় প্রেরণা।”

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাসহ প্রকৌশলী ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই উন্নয়ন প্রকল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক সুবিধা নিশ্চিত করবে এবং পবিপ্রবিকে দেশের শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও সমৃদ্ধ করবে।

এমআর/সবা