নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে এক শত চার পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আগামী ১৩ আশ্বিন বঙ্গাব্দ ২৮ সেপ্টেম্বর হিন্দু সম্প্রদায়ের সর্বপ্রধান ধর্মীয় অনুষ্টান স্বারদীয় দূর্গা পূজা অনুষ্টিত হতে যাচ্ছে বলে ঝাড়ঘরিয়া গ্রামের শ্রী কাজল চন্দ্র মহন্ত সহ কতিপয় ব্যক্তির ভাষ্যে জানা যায়। পূজা উদযাপন উপলক্ষ্যে প্রতিমা তৈরির কাজে নির্মাণকর্মীরা ব্যাস্ততম সময় কাটাচ্ছেন। এছাড়াও বাঁশ ও রং-বেরং এর কাপড় এবং বৈদ্যুতিক বাল্ব দিয়ে দৃষ্টি নন্দন গেট নির্মাণ কাজও শুরু হয়ে গেছে মর্মে সরেজমিনে দেখা যায়। অপর দিকে পূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের আগত লোকজনদের আপ্যায়নের জন্য ১০৪টি পূজা মন্ডপের বিপরীতে সরকার ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে পিআইও অফিস সুত্রে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমানের ভাষ্যে জানা গেছে।
শিরোনাম
বদলগাছীতে ১০৪টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 119
জনপ্রিয় সংবাদ
























