০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়মের অ‌ভি‌যোগ

কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। নানা কার‌ণে দীর্ঘসু‌ত্রিতার কার‌ণে মস‌জিদ‌টি নির্মাণ শুরু দেরী‌তে হয়। ৩ তলার ছাদ ঢালাই হয় গত ১৪ সে‌প্টেম্বর।
ঢালাই‌য়ের পর অন্তত ২৮ দিন ছাদ পা‌নি‌তে ডু‌বি‌য়ে রাখার কথা থাক‌লেও দু’‌দিন বৃ‌ষ্টির পা‌নি জ‌মে। প‌রে ৩/৪ যাবত পা‌নি দেয়া হয়‌নি।  বিষয়টি বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ ক‌মি‌টি বার বার জানা‌লেও ক‌াজ হয়‌নি।
শুক্রবার স‌রেজ‌মিন মডেল মস‌জিদ নির্মাণ কাজে দেখা যায়, বিশাল ছা‌দে শুধু এক কোণায় পা‌নি র‌য়ে‌ছে। বা‌কি জায়গায় শু‌কি‌য়ে ফে‌টে যা‌চ্ছে।  ছা‌দে পিলা‌রে কাজ চল‌ছে  দায়সারা। রডগুলোতে ২৪ তা‌রে সব রিং বাধঁন দি‌চ্ছেনা। বে‌শির ভা‌গে প‌কেটটাই ব‌্যবহার কর‌ছেন না।
বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় মসজি‌দ ক‌মি‌টির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ব‌লেন, স‌ডেল মস‌জিদ নির্মাণ কা‌জে স‌ঠিক তদার‌কির কেউ নাই। ছা‌দে পা‌রি জ‌মি‌য়ে না রাখায়  ফাটল সৃ‌ষ্টি হ‌চ্ছে।
যথা‌ নিয়‌মে কাজ সম্পন্ন করার দা‌বি জানান তি‌নি।
ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের স্থানীয় কেয়ার‌টেকার শামসুল আলম ব‌লেন, অ‌নিয়ম ক‌রে দুর্বল মস‌জিদ‌ নির্মাণ হ‌লে সবার জন‌্যই ক্ষ‌তিকর। এব‌্যাপা‌রে কোন ছাড় নেই।
পা‌নির দা‌য়ি‌ত্বে থাকা মি‌স্ত্রি শা‌কের উল্লাহ ব‌লেন, বৃ‌ষ্টির পা‌নি দেয়া হ‌য়ে‌ছে। ছা‌দে কাজ চলমান থাকায় দু’এক‌টি কে‌াঠার বাধঁ ভে‌ঙে গে‌ছে। ফ‌লে পা‌নি শু‌কি‌য়ে‌ছিল। ত‌বে নিয়‌মিত পা‌নি দেয়ার কথা জানান তি‌নি।
কাজ তদার‌কির দা‌য়ি‌ত্বে থাকা সাইট ই‌ঞ্জি‌‌নিয়ার জা‌কির হো‌সেন ব‌লেন, সি‌ডিউল অনুযা‌য়ি কাজ চল‌ছে। পিলা‌রে প্রয়োজনীয় রিংবাঁধন দি‌য়েই ফাইনাল কাজ সম্পন্ন হয়।
ঠিকাদ‌া‌রি প্রতিষ্ঠা‌ন ‌মেসার্স  ই‌ঞ্জি‌নার্স’র প‌ক্ষে‌ দেখভা‌লে আ‌নোয়ার হো‌সেন জানান, পিলা‌রে কখ‌নো দু’এক‌টি রিংবাঁধ গ‌্যাপ হ‌তে পা‌রে। রা‌তের বেলায় ছা‌দে‌ পা‌নি দেয়া হয় ব‌লেও জানান তি‌নি।
জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়মের অ‌ভি‌যোগ

আপডেট সময় : ১১:০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুতুব‌দিয়ায় ম‌ডেল মস‌জিদ নির্মা‌ণে অ‌নিয়‌মের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। নানা কার‌ণে দীর্ঘসু‌ত্রিতার কার‌ণে মস‌জিদ‌টি নির্মাণ শুরু দেরী‌তে হয়। ৩ তলার ছাদ ঢালাই হয় গত ১৪ সে‌প্টেম্বর।
ঢালাই‌য়ের পর অন্তত ২৮ দিন ছাদ পা‌নি‌তে ডু‌বি‌য়ে রাখার কথা থাক‌লেও দু’‌দিন বৃ‌ষ্টির পা‌নি জ‌মে। প‌রে ৩/৪ যাবত পা‌নি দেয়া হয়‌নি।  বিষয়টি বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ ক‌মি‌টি বার বার জানা‌লেও ক‌াজ হয়‌নি।
শুক্রবার স‌রেজ‌মিন মডেল মস‌জিদ নির্মাণ কাজে দেখা যায়, বিশাল ছা‌দে শুধু এক কোণায় পা‌নি র‌য়ে‌ছে। বা‌কি জায়গায় শু‌কি‌য়ে ফে‌টে যা‌চ্ছে।  ছা‌দে পিলা‌রে কাজ চল‌ছে  দায়সারা। রডগুলোতে ২৪ তা‌রে সব রিং বাধঁন দি‌চ্ছেনা। বে‌শির ভা‌গে প‌কেটটাই ব‌্যবহার কর‌ছেন না।
বড়‌ঘোপ বাজার কেন্দ্রীয় মসজি‌দ ক‌মি‌টির অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ব‌লেন, স‌ডেল মস‌জিদ নির্মাণ কা‌জে স‌ঠিক তদার‌কির কেউ নাই। ছা‌দে পা‌রি জ‌মি‌য়ে না রাখায়  ফাটল সৃ‌ষ্টি হ‌চ্ছে।
যথা‌ নিয়‌মে কাজ সম্পন্ন করার দা‌বি জানান তি‌নি।
ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের স্থানীয় কেয়ার‌টেকার শামসুল আলম ব‌লেন, অ‌নিয়ম ক‌রে দুর্বল মস‌জিদ‌ নির্মাণ হ‌লে সবার জন‌্যই ক্ষ‌তিকর। এব‌্যাপা‌রে কোন ছাড় নেই।
পা‌নির দা‌য়ি‌ত্বে থাকা মি‌স্ত্রি শা‌কের উল্লাহ ব‌লেন, বৃ‌ষ্টির পা‌নি দেয়া হ‌য়ে‌ছে। ছা‌দে কাজ চলমান থাকায় দু’এক‌টি কে‌াঠার বাধঁ ভে‌ঙে গে‌ছে। ফ‌লে পা‌নি শু‌কি‌য়ে‌ছিল। ত‌বে নিয়‌মিত পা‌নি দেয়ার কথা জানান তি‌নি।
কাজ তদার‌কির দা‌য়ি‌ত্বে থাকা সাইট ই‌ঞ্জি‌‌নিয়ার জা‌কির হো‌সেন ব‌লেন, সি‌ডিউল অনুযা‌য়ি কাজ চল‌ছে। পিলা‌রে প্রয়োজনীয় রিংবাঁধন দি‌য়েই ফাইনাল কাজ সম্পন্ন হয়।
ঠিকাদ‌া‌রি প্রতিষ্ঠা‌ন ‌মেসার্স  ই‌ঞ্জি‌নার্স’র প‌ক্ষে‌ দেখভা‌লে আ‌নোয়ার হো‌সেন জানান, পিলা‌রে কখ‌নো দু’এক‌টি রিংবাঁধ গ‌্যাপ হ‌তে পা‌রে। রা‌তের বেলায় ছা‌দে‌ পা‌নি দেয়া হয় ব‌লেও জানান তি‌নি।