১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ভারত–পাকিস্তান ম্যাচ

ফখর জামানের আউট নিয়ে বিতর্ক

পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তাঁর গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে, তা নিশ্চিত নয়। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও আউট দেননি। সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে।

জায়ান্ট স্ক্রিনে O U T লেখা ভেসে ওঠার পর ফখরের যেন বিশ্বাসই হতে চাইছিল না। টিভি রিপ্লেতে মনে হয়েছে, বল আগে মাটিতে পড়ে স্যামসনের গ্লাভসে গেছে। এই আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

ভারত–পাকিস্তান ম্যাচ

ফখর জামানের আউট নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৯:০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তাঁর গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে, তা নিশ্চিত নয়। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও আউট দেননি। সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে।

জায়ান্ট স্ক্রিনে O U T লেখা ভেসে ওঠার পর ফখরের যেন বিশ্বাসই হতে চাইছিল না। টিভি রিপ্লেতে মনে হয়েছে, বল আগে মাটিতে পড়ে স্যামসনের গ্লাভসে গেছে। এই আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে।

এমআর/সবা