০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

কুড়িগ্রাম জেলার নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন, উপজেলা অফিসার্স ক্লাবে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক।

গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রামের আহ্বায়ক এম রশিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের সহকারী প্রকৌশলী মারজান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশনআরা প্রমুখ।

ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক সহ প্রতিনিধিদের জেলার বিভিন্ন নদ-নদীতে চলমান প্রকল্পগুলোর বিষয়ে প্রশ্নোত্তর পর্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন তথ্য প্রদান করেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নদ-নদীর পরিচর্যা, ভাঙন রোধ ও স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়েও আলোচনা গুরুত্ব পায়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

হাদিকে খুন করতেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল

কুড়িগ্রামে নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

আপডেট সময় : ০৬:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রাম জেলার নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন, উপজেলা অফিসার্স ক্লাবে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করে অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক।

গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক কুড়িগ্রামের আহ্বায়ক এম রশিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের সহকারী প্রকৌশলী মারজান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান, কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশনআরা প্রমুখ।

ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক সহ প্রতিনিধিদের জেলার বিভিন্ন নদ-নদীতে চলমান প্রকল্পগুলোর বিষয়ে প্রশ্নোত্তর পর্বে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন তথ্য প্রদান করেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নদ-নদীর পরিচর্যা, ভাঙন রোধ ও স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। পাশাপাশি পরিবেশ রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়েও আলোচনা গুরুত্ব পায়।

এমআর/সবা