০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাইতং পাড়া সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বহীনতা

রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হকের দায়িত্বহীন আচরণের কারণে শিক্ষার্থীরা বিপদে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দুপুরে তীব্র গরমে ফুটবল খেলার জন্য শিক্ষার্থীদের মাঠে পাঠানো হলে কয়েকজন অসুস্থ হয়ে হিটস্ট্রোকের উপসর্গ দেখা দেয়।

অভিভাবকরা জানান, বিদ্যালয়ে লেখাপড়ার চেয়ে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ায় শিক্ষার মান কমে যাচ্ছে। তারা এমদাদুল হকের সেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত পদক্ষেপ ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তবে বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মামুনুল হক বলেন, অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা মনে করছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তৎপর পদক্ষেপ জরুরি।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

তাইতং পাড়া সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বহীনতা

আপডেট সময় : ০৮:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির রাজস্থলীর তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হকের দায়িত্বহীন আচরণের কারণে শিক্ষার্থীরা বিপদে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি দুপুরে তীব্র গরমে ফুটবল খেলার জন্য শিক্ষার্থীদের মাঠে পাঠানো হলে কয়েকজন অসুস্থ হয়ে হিটস্ট্রোকের উপসর্গ দেখা দেয়।

অভিভাবকরা জানান, বিদ্যালয়ে লেখাপড়ার চেয়ে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ায় শিক্ষার মান কমে যাচ্ছে। তারা এমদাদুল হকের সেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত পদক্ষেপ ও প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তবে বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মামুনুল হক বলেন, অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়রা মনে করছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তৎপর পদক্ষেপ জরুরি।

এমআর/সবা