খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মারমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতা। শুক্রবার সকালে সংগঠনটির ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা ও উক্যনু মারমা। বক্তারা বলেন, পাহাড়ে জুম্ম নারীরা ক্রমাগত নিপীড়নের শিকার হলেও বিচার পায় না। দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করায় একঘন্টারও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল।
দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর সকাল – সন্ধ্যা অবরোধ ডাক দেয় সমাবেশ থেকে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই মারমা কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে আদালতে তোলা হয়েছে। আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শিরোনাম
জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী সমাবেশ, কাল সকাল সন্ধ্যা অবরোধ
-
খাগড়াছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ।
- 94
জনপ্রিয় সংবাদ




















