১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

“পর্যটনে বিনিয়োগ, গড়ে তুলুন নতুন অর্থনীতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল। সভায় কমলগঞ্জের পর্যটন উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং তা নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়।

 

আলোচনায় অংশ নেন শিক্ষার্থী অংকিতা কানু, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, লেখক-গবেষক আহমদ সিরাজ, মুজিবুর রহমান রঞ্জু, মোনায়েম খান, আহমেদুজ্জামান আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু ও দুরুদ আলী, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম ঝরনা, মাধবপুর লেকসহ বহু দর্শনীয় স্থান রয়েছে। এসব পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সড়ক যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা, আবাসন সুবিধা ও পর্যটন প্রচারণা বাড়াতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “কমলগঞ্জের পর্যটন সম্ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

আপডেট সময় : ০৪:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

“পর্যটনে বিনিয়োগ, গড়ে তুলুন নতুন অর্থনীতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল। সভায় কমলগঞ্জের পর্যটন উন্নয়নের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং তা নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়।

 

আলোচনায় অংশ নেন শিক্ষার্থী অংকিতা কানু, পরিবেশ বিষয়ক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, লেখক-গবেষক আহমদ সিরাজ, মুজিবুর রহমান রঞ্জু, মোনায়েম খান, আহমেদুজ্জামান আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু ও দুরুদ আলী, রিসোর্ট মালিকদের পক্ষে অরণ্য নিবাস প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম ঝরনা, মাধবপুর লেকসহ বহু দর্শনীয় স্থান রয়েছে। এসব পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সড়ক যোগাযোগ, নিরাপত্তা ব্যবস্থা, আবাসন সুবিধা ও পর্যটন প্রচারণা বাড়াতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত “কমলগঞ্জের পর্যটন সম্ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমআর/সবা