জামালপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও গুজব প্রতিরোধের লক্ষ্যে ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিনদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এডমিনদের উদ্দেশ্যে বলেন, “ফেসবুক গ্রুপ বা পেইজে কোনো গুজব বা নেতিবাচক পোস্ট দেওয়া বা অনুমোদন করা থেকে বিরত থাকুন। আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক, শিক্ষণীয় ও জনকল্যাণমুখী বিষয়ই প্রচার করুন।”
সভায় ষোলোআনা জামালপুরিয়ান, জামালপুর জার্নাল, প্রিয় জামালপুর জেলা ফাউন্ডেশন ও জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিনরা বক্তব্য রাখেন। জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেইজের এডমিন ও মডারেটররাও সভায় উপস্থিত ছিলেন।
এমআর/সবা






















