লালমনিরহাটের মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের জনদুর্ভোগ কমাতে জেলা যুবদলের উদ্যোগে রত্নাই নদীর সাব্রিখানা ব্রিজের পশ্চিম ও পূর্ব পার্শ্বের রাস্তা সংস্কার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে কাজটি শুরু করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলী। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল, বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের ভোগান্তি ছিল চরম। সংস্কারের ফলে কোদালখাতা, বনগ্রাম, শিবেরকুটি, ধাইরখাতা, সাপটানা সহ একাধিক এলাকার যাতায়াত সহজ হবে।
আনিছুর রহমান আনিছ বলেন, “সাধ্য মতো আমরা মানুষের পাশে থাকতে চাই। আরও কিছু ভাঙাচোরা রাস্তা অচিরেই সংস্কার করা হবে।” সংস্কার কাজে মাটি, ইট, বালু, বাঁশ ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে।
এমআর/সবা

























