শেষ ৬ ওভারে হাতে ৬ উইকেট নিয়ে ৬৪ রান দরকার পড়ল ভারতের। ফাইনালের চাপের মঞ্চে এমন সমীকরণ মেলানো সহজ নয়। তবে কিছুক্ষণ পরপর খেলার রঙ বদলালেও পাল্লা ভারী থাকল তাদের দিকেই। শেষমেশ ২ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল দলটি। রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে আবারও হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত।

রোববার এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মহাদেশীয় এই টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করল তারা। এটি টি-টোয়েন্টি সংস্করণের আসরে তাদের দ্বিতীয় ও সব মিলিয়ে নবম শিরোপা।
টস হেরে আগে ব্যাট করে ভালো শুরু পাওয়া সত্ত্বেও পাকিস্তান ১৯.৪ ওভারে অলআউট হয় ১৪৬ রানে। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। হারিস রউফকে মিড অন দিয়ে চার মেরে খেলা শেষ করে দেন রিঙ্কু সিং। টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও সুপার ফোরে আগের দুই সাক্ষাতে অনায়াসে জিতেছিল ভারত। আর উত্তেজনাপূর্ণ ফাইনালেও তারাই মাঠ ছাড়ল শেষ হাসি নিয়ে। এবারের আসরে তাদের কাছে তৃতীয়বারের মতো হারল পাকিস্তান।
এমআর/সবা


























