১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ, অবরোধ শিথিল: দূরপাল্লার বাস চলাচল শুরু

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, দোকানপাটও অধিকাংশ বন্ধ। গুইমারাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। তবে গতকালের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল সীমিত থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। তবে আজ দুপুর ১২টার পর থেকে জুম্ম ছাত্র জনতা অবরোধ আংশিক শিথিল করে। এতে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

ঢাকা ফেরত পর্যটক রোকেয়া বেগম বলেন, “সাজেক থেকে ফেরার পথে দুই দিন খাগড়াছড়িতে আটকা পড়েছিলাম। আজ অবরোধ শিথিল করায় আনন্দের সাথে ঢাকায় ফিরছি।”

চট্টগ্রাম থেকে আসা আরেক যাত্রী জানান, টিকিটের জন্য ভোগান্তি পোহাতে হলেও বাস ছেড়ে যাওয়ায় অবশেষে বাড়ি ফিরতে পারছেন।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন জানান, দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে গাড়ি স্বাভাবিকভাবে ছাড়ছে।

এদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ, অবরোধ শিথিল: দূরপাল্লার বাস চলাচল শুরু

আপডেট সময় : ০৪:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, দোকানপাটও অধিকাংশ বন্ধ। গুইমারাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। তবে গতকালের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল সীমিত থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। তবে আজ দুপুর ১২টার পর থেকে জুম্ম ছাত্র জনতা অবরোধ আংশিক শিথিল করে। এতে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

ঢাকা ফেরত পর্যটক রোকেয়া বেগম বলেন, “সাজেক থেকে ফেরার পথে দুই দিন খাগড়াছড়িতে আটকা পড়েছিলাম। আজ অবরোধ শিথিল করায় আনন্দের সাথে ঢাকায় ফিরছি।”

চট্টগ্রাম থেকে আসা আরেক যাত্রী জানান, টিকিটের জন্য ভোগান্তি পোহাতে হলেও বাস ছেড়ে যাওয়ায় অবশেষে বাড়ি ফিরতে পারছেন।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন জানান, দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে গাড়ি স্বাভাবিকভাবে ছাড়ছে।

এদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এমআর/সবা