খাগড়াছড়িতে বিজিবি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলমান পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করতে জেলা জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
খাগড়াছড়ি ৩২ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, “পাহাড়ি-বাঙ্গালী কোনো পৃথক জাতি নয়, আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। আমাদের লক্ষ্য শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে বসবাস। সবাইকে আহবান জানাই শান্তি ও সম্প্রতির বন্ধন দৃঢ় রাখতে।”
ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিজিবি পরিস্থিতি মনিটর করছে এবং যেকোনো ধরনের উত্তেজনা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।
এমআর/সবা
























