বিশ্ব নদী দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজিত আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেছেন, মানুষকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতেই হবে। বাঁকখালীসহ জেলার নদীগুলো অবৈধ দখল, বর্জ্য ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে হেল্প কক্সবাজার, এএলআরডি ও সেভ দ্য কক্সবাজার। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল, প্রধান আলোচক ছিলেন হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম। স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নদী কেবল পানির ধারা নয়; এটি জীবিকা, কৃষি, মৎস্য, পরিবেশ ও সংস্কৃতির প্রধান উৎস। কিন্তু নদীর তীর দখল ও বর্জ্য ফেলার কারণে প্রবাহ ব্যাহত হচ্ছে, নাব্যতা কমছে এবং জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। দরিদ্র নদীতীরবর্তী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সভায় আদালতের নির্দেশনা মোতাবেক নদীর সীমানা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান জোরদারের দাবি জানানো হয়। সভাপতির বক্তব্যে তৌহিদ বেলাল বলেন, “নদী রক্ষা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা।”
এমআর/সবা




















