বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য পরিচালক পদগুলোর জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এর মধ্যে ১৬ জন প্রার্থী ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। শেষ পর্যন্ত ২৫টি পরিচালক পদের জন্য তিনটি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ জন প্রার্থী।
বিসিবির রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জোবায়েদ হোসেন বলেছেন, তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। সেই মোতাবেক আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবে মোট ১০ জন পরিচালক। এ ক্যাটাগরিতে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। খুলনা থেকে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস। চট্টগ্রাম ও রাজশাহী থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোটাররা তাদের বিভাগের প্রার্থীদের মধ্যে ভোট দেবেন। ঢাকা থেকে তিন প্রার্থীর মধ্যে দু’জন, রাজশাহী ও রংপুর থেকে তিনজন করে প্রার্থীর মধ্যে দু’জন করে নির্বাচিত হবেন।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব)
ঢাকার ক্লাবভিত্তিক ক্যাটাগরিতে প্রার্থীর সংখ্যা এখন ১৬ জন। ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগে বেশির ভাগ প্রার্থী ভোটের আগে পদত্যাগ করেছেন।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক। ৪৫ জন ভোটারের মধ্যে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।
বিসিবির নির্বাচনে প্রার্থী তালিকা (চূড়ান্ত)
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম, নাজমূল আবেদীন, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান
রাজশাহী বিভাগ: হাসিবুল আলম, মুহাম্মদ মুখলেসুর রহমান, এস এম শামস মতিন
রংপুর বিভাগ: মো. হাসানুজ্জামান, মো. রেহাতুল ইসলাম খোকা, মো. নূর-এ-শাহাদাৎ স্বজন
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব)
মোহাম্মদ লুৎফর রহমান, ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, এ কে এম আহসানুল হক মল্লিক, মোহাম্মদ মোখছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মেজর (অব.) ইমরোজ আহমেদ, মোহাম্মদ রাকিবউদ্দিন, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।
এমআর/সবা


























