দিনাজপুর লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষে ৪ অক্টোবর শনিবার শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লায়ন্স ভবনে পৌঁছে, যেখানে ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন, সেক্রেটারি লায়ন মোঃ মোকাররম হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, ট্রেজারার লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোজাফফর আলী মিলন, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম এ খালেক, লায়ন মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, সদস্য লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মোঃ মাসুদ রানা, এও মোঃ আব্দুস সবুর সরকার এবং অফিস সহকারী মোঃ আনোয়ার হোসেনসহ লায়ন্স শিশু নিকেতনের শিশুরা।

সেবা পক্ষের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সমাজে মানবিক সেবার গুরুত্ব প্রচার করা হয়েছে।
এমআর/সবা










