ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের কৃতিসন্তান, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার মাতুব্বর ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এলাকায় ও দলের জন্য অপুরণীয় ক্ষতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শোকবার্তা মাহফিলে পাঠ করা হয়। বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এতে ফরিদপুর জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতারা, বীরমুক্তিযোদ্ধা এবং সাংবাদিকসহ কয়েক হাজার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
দাফনের সময় পুলিশের গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবন ও কর্মের সংক্ষিপ্ত আলোচনা করে তাঁর অবদান স্মরণ করেন।
এমআর/সবা



















