লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক শিয়াল খোওয়া হাট এলাকায় তিন বছরের এক শিশু পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মুবি (৩), তিনি মো. আলমগীর হোসেনের দ্বিতীয় সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে মুবি পাশের একটি গর্তে পড়ে যান। গর্তটিতে বৃষ্টির পানি জমে থাকায় শিশুটি সেখানে ডুবে যায়।
পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পর মুবিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রাণবন্ত ও চঞ্চল মুবিরের মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
স্থানীয়রা অভিভাবকদের কাছে আহ্বান জানিয়েছেন, শিশুদের প্রতি বাড়তি নজরদারি নিশ্চিত করতে হবে। এছাড়া বাড়ির আশপাশের বিপজ্জনক স্থানগুলো—যেমন উন্মুক্ত গর্ত, পানি জমে থাকা স্থান—দ্রুত ভরাট বা নিরাপদ করার ব্যবস্থা নেওয়া জরুরি।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
এমআর/সবা






















