১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় টিসিবির পণ্য পেল ১১ হাজার ৫২৯ স্মার্ট কার্ডধারী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১১ হাজার ৫২৯টি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারকে সরকারের নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।

টিসিবির এই উদ্যোগে প্রতি প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল এবং ১ কেজি চিনি রাখা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা। বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে এসব পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।

ইউনিয়ন পর্যায়ে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিতরণ করছে স্থানীয় ডিলার মেসার্স রাজ্জাক স্টোর ও মো. ইসমাইল ট্রেডার্স। ডিলার মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রতি মাসে ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী।

পণ্য নিতে আসা প্রিয়শীষ চাকমা এবং শামসুল হক বলেন, ন্যায্যমূল্যে এসব প্রয়োজনীয় পণ্য পেয়ে মধ্য ও নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার ৫টি ইউনিয়নে স্মার্ট কার্ডধারীদের মাঝে নিয়মিতভাবে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, যা বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

দীঘিনালায় টিসিবির পণ্য পেল ১১ হাজার ৫২৯ স্মার্ট কার্ডধারী

আপডেট সময় : ০১:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১১ হাজার ৫২৯টি স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারকে সরকারের নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে।

টিসিবির এই উদ্যোগে প্রতি প্যাকেজে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তেল এবং ১ কেজি চিনি রাখা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা। বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে এসব পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।

ইউনিয়ন পর্যায়ে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিতরণ করছে স্থানীয় ডিলার মেসার্স রাজ্জাক স্টোর ও মো. ইসমাইল ট্রেডার্স। ডিলার মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রতি মাসে ইউনিয়নে গিয়ে স্মার্ট কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী।

পণ্য নিতে আসা প্রিয়শীষ চাকমা এবং শামসুল হক বলেন, ন্যায্যমূল্যে এসব প্রয়োজনীয় পণ্য পেয়ে মধ্য ও নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার ৫টি ইউনিয়নে স্মার্ট কার্ডধারীদের মাঝে নিয়মিতভাবে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, যা বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

এমআর/সবা