কুড়িগ্রামের রাজারহাটে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (২৮)। তিনি একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান স্কাফসহ এলাকায় অবস্থান করছিলেন। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, আটক আনিসুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এমআর/সবা




















