জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ী, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের (রেজি: ঢাকা-৩৬৪০) নবনির্বাচিত কার্যকরী কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহ।
সম্প্রতি নির্বাচনের মাধ্যমে গঠিত এই কমিটিকে মঙ্গলবার (৭ অক্টোবর) উপপরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রয়েছেন- মোঃ আঃ মোত্তালেব- সভাপতি, মোঃ মোস্তাফিজুর রহমান- কার্যকরী সভাপতি, মোঃ হযরত আলী দয়াল- সহসভাপতি মোঃ বিল্লাল হোসেন- সাধারণ সম্পাদক, মোঃ নওশের আলী- যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আকরাম আলী- সহ-সাধারণ সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, মোঃ আসাদুল মিয়া- অর্থ সম্পাদক, মোঃ ফরিদ উদ্দিন- প্রচার সম্পাদক, মোঃ আব্দুল মান্নান- দপ্তর সম্পাদক, মোঃ মনিনুর ইসলাম- সড়ক সম্পাদক।
শ্রম দপ্তর জানিয়েছে, নতুন কমিটি শ্রমিকদের অধিকার রক্ষা, ইউনিয়ন পরিচালনা ও নিরাপদ পরিবহন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা রাখবে। উপপরিচালক শহিদুজ্জামান বলেন, “নতুন কমিটির মাধ্যমে জামালপুরে পরিবহন শ্রমিকদের সংগঠন আরও শক্তিশালী ও শ্রমবান্ধব কার্যক্রমে এগিয়ে যাবে।”
এমআর/সবা























