চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের প্রজনন রক্ষার লক্ষ্যে প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সাহেরখালি থেকে ডোমখালি পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ২টি স্থানে চরঘেরা জাল কেটে দেওয়া হয় এবং ১৫০০ বর্গফুট জাল বিনষ্ট করা হয়। সংশ্লিষ্টরা প্যারাবনের ভেতর ড্রেজার ফেলে পালিয়ে যায়।
আলাউদ্দিন কাদের জানান, ৩টি ভাসমান ড্রেজার জব্দ ও অচল করা হয়েছে এবং পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিনষ্টকৃত জালের বাজার মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। তিনি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সবা



















